চারখাই ইউনিয়নের সৈয়দা ফারহানা উচ্চবিদ্য্যালয়ের স্বনামধন্য শিক্ষক মৌলানা আমির হোসেন দীর্ঘ দিন থেকে ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার চিকিৎসার বিশাল ব্যায় ভার বহন করা উনার পরিবারের জন্য বেশ কষ্ট সাধ্য হওয়ায় পুরো পরিবার পড়েছিলেন এক অনিশ্চয়তার মধ্যে। বিষয়টি লন্ডন ভিত্তিক চ্যারিটি সংগঠন ইএইচএন এর নজরে এলে স্যারের চিকিৎসার জন্য খুব স্বল্প সময়ে প্রায় ২,১১,২০০/= (দুই লক্ষ এগারো হাজার দুইশত টাকা) সংগঠনটি সংগ্রহ করতে সক্ষম হয়। গত ২৯ শে মে আনুষ্টানিকভাবে স্যারের কাছে চিকিৎসার জন্য নগদ ১,৯৩,০০০/= (এক লক্ষ তিরানব্বই হাজার টাকা) এবং স্যারের পরিবারের জন্য চিকিৎসাকালীন সময়েরজন্য ১৮,২০০/= (আটারো হাজার দুইশত টাকার) খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২ নং চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ আলী, তরুণ ও উদীয়মান সমাজ সেবক হোসেন মুরাদ চৌধুরী এবং চারখাই সমাজ কল্যাণ সংস্থা কুয়েতের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরী দারা। এসময় আরো উপস্থিত ছিলেন EHN এর চারখাই প্রতিনিধি রুমন আহমদ চৌধুরী, সৈয়দ খালেদ, জামিল আহমদ, শাহাদাত হোসেন জয় এবং জমির আহমদ প্রমুখ।
উল্লেখ্য চারখাই ইউনিয়নের ১০ জন তরুণ মিলে গত ২০১৯ সালের আগস্ট মাসে Essential Human Needs (এসেনশিয়াল হিউমান নিডস) সংক্ষেপে EHN (ইএইচএন) নামের এই সংগঠনের যাত্রা শুরু করে। ইতিমধ্যে এই সংগঠনটি চারখাই ইউনিয়নে করোনা লকডাউনে ঘরবন্ধী প্রায় ১০০ টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্ৰী উপহার দিয়েছে এবং শিক্ষার মান এবং শিক্ষার প্রতি নতুন প্রজন্মের শিশু কিশোরদের আগ্রহ তৈরি এবং উৎসাহ প্রদানের লক্ষ্যে সংগঠনের সদস্যরা লন্ডন থেকে ফেসবুকের মাধ্যমে The EHN School of English & Language Studies একটি পেইজের মাধ্যমে শিক্ষামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। প্রতি সপ্তাহে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র–ছাত্রীদের নিয়মিত আর্থিক পুরস্কার দেয়া হয়। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো নতুন প্রজন্মের মধ্যে ইংরেজি শিক্ষার প্রতি আগ্রহ তৈরী করা। তাদের এসকল কার্যক্রম চারখাইতে ইতিমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।
এই সংগঠনের সদস্যরা হলেন শাহেদ চৌধুরী, শামীম আহমদ চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, সাব্বির ইসলাম চৌধুরী, সুমন আহমদ, সাবের আহমদ, আবিদুল ইসলাম চৌধুরী, নাজিমুল ইসলাম চৌধুরী, আওলাদ হোসেন চৌধুরী এবং আনোয়ার চৌধুরী। তাদের ভবিষ্যত স্বপ্ন হলো আর্ত মানবতার কাজ করার পাশাপাশি চারখাই ইউনিয়নের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলা এবং চারখাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে প্রতিষ্টা। সংগঠনের পক্ষ থেকে চারখাই ইউনিয়নের সবাইকে তাদের কার্যক্রমে সাহায্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে তাদের সকল কাজে সবার অংশগ্রহণের ও অনুরোধ জানান।