চার্জার লাইটের ব্যাটারির ভেতর ছয় কেজি সোনা!

ব্রিট বাংলা ডেস্ক :: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৫ কেজি ১৬৩ গ্রাম ওজনের ১৩০ পিস সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তারা। এ ঘটনায় মো. জয়নাল নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা ১০ মিনিটে শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জয়নাল।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার-ই জামান বলেন, চট্টগ্রামের বাসিন্দা মো. জয়নাল নামের ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে চার্জার লাইটের ছয়টি ব্যাটারির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় এসব সোনা। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলাম বলেন, জব্দ সোনার মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

Advertisement