ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসের কারণে সাউথ এশিয়ার ভারত, পাকিস্তান এবং বাংলাদেশে আটক অন্তত ৭ হাজার ব্রিটিশকে বিশেষ চার্টার ফ্লাইটে এপ্রিলের ভেতরে ইউকেতে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশ থেকে চারটি বিশেষ ফ্লাইটে অন্তত ৮শ ৫০ জন ব্রিটিশ নাগরিককে ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের যাত্রীদেরকে জন প্রতি ৬শ পাউন্ড ভাড়া পরিশোধ করতে হবে।
https://britbangla24.com/news/104602/
ব্রিটিশ ফরেন অফিস জানিয়েছে, ভাড়ার পরিমান বেশি মনে হলেও তা যাত্রীদের ট্রাভল ইন্স্যুরেন্স কাভার করবে। এর বাইরে কারো সমস্যা হলে সরকারের নির্ধারিত তহবিল থেকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছে ফরেন অফিস।
গত ডিসেম্বরে চীনের উহানে করোনা ভাইরাসের শুরুর পর থেকেই বিদেশে অবস্থানরত মিলিয়নের বেশি ব্রিটিশদের কমার্শিয়াল ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে। বিশেষ করে সাউথ এশিয়া থেকে এর আগে আরো ২৪ বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। নতুন করে আরো ৩১টি ফ্লাইটে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ব্রিটিশদের ফিরিয়ে আনার ঘোষনা দেন ব্রিটিশ ফরেন সেক্রেটারী ডমিনিক রাব। এ জন্য গত মার্চে ৭৫ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিলের ঘোষণা দেন তিনি।
২০ থেকে ২৭ এপ্রিল ভারতের জন্য ১৭টি, ২১ থেকে ২৭ এপ্রিল পাকিস্তানের জন্য ১০টি এবং ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের জন্য ৪টি বিশেষ ফ্লাইটে তাদেরকে নিয়ে আসবে ব্রিটিশ এয়ারওয়েজ। এ জন্য স্ব স্ব দেশের এয়ারপোর্টের সব সার্ভিস চালু রাখার জন্য দেশগুলোর সরকারকে অনুরোধ করেছে ব্রিটিশ সরকার। ফরেন অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ফরেন অফিস জানিয়েছে, এর আগে গত ৮ থেকে ১৯ এপ্রিলের ভেতরে ২৪টি চার্টার ফ্লাইটে ভারতের ১১টি শহর থেকে অন্তত ৫ হাজার ব্রিটিশকে ফিরিয়ে আনা হয়েছে। নতুন ১৭টি চার্টার ফ্লাইটে আরো অন্তত ৪ হাজার ব্রিটিশকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আগের ২১ এবং নতুন ১৭টি মিলে সর্বমোট ৩৮টি চার্টার ফ্লাইট ভারতের জন্য ব্যবহার করল ব্রিটিশ সরকার।
অন্যদিকে পাকিস্তান থেকে এর আগে ৪ থেকে ১৬ এপ্রিলের ভেতরে ব্রিটিশ এবং পাকিস্তান সরকারের বিশেষ সহায়তায় ২৩টি কমার্শিয়াল ফ্লাইটে প্রায় ৮ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক ফিরে আসেন। ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের ১০টি বিশেষ ফ্লাইটে আরো অন্তত ২ হাজার ৫শ ব্রিটিশ নাগরিক পাকিস্তান থেকে ফিরে আসবেন বলে আশা করছে ফরেন অফিস।
এদিকে ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিলের ভেতরে বিশেষ চারটি ফ্লাইটে বাংলাদেশ থেকে অন্তত ৮শ ৫০ জন ব্রিটিশ নাগরিক ইউকেতে ফিরে আসতে পারবেন। এছাড়া নেপাল থেকেও তিনটি বিশেষ ফ্লাইটে ৭শ ব্রিটিশ নাগরিককে ফিরিয়ে আনা হয়েছে।