ব্রিট বাংলা ডেস্ক :: চীনের অনুরোধে কাশ্মীর ইস্যুতে আজ মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে গত আগস্টে ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এরকম একটি বৈঠকে বসেছিল পরিষদ।
কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ১২ই ডিসেম্বর জম্মু ও কাশ্মীরে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করে পরিষদের কাছে চিঠি পাঠান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের চিঠিতে সাড়া জানিয়ে বৈঠকের আহ্বান জানায় তাদের ঘনিষ্ঠ মিত্র চীন। জাতিসংঘে নিযুক্ত চীনের মিশন পরিষদের সদস্যদের পাঠানো এক বার্তায় জানায়, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির গুরুত্ব ও ভবিষ্যতে আরো উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় পাকিস্তানের অনুরোধের সাড়া দিয়ে এ বিষয়ে পরিষদের একটি স্বল্প সময়ের বৈঠকের অনুরোধ জানাচ্ছে চীন। পরিচয় না প্রকাশের শর্তে একাধিক কূটনীতিক বৈঠকটির কথা নিশ্চিত করেছেন।
পাকিস্তান, ভারত ও চীনের মধ্যে ভাগ হয়ে থাকা হিমালয় অঞ্চল কাশ্মীর। ভারত ও পাকিস্তান উভয়ে অঞ্চলটি নিজেদের দাবি করে।এ নিয়ে একাধিকবার যুদ্ধে জড়িয়েছে দুই পক্ষ। গত আগস্টে ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার।
স্বায়ত্ত্বশাসন হারায় অঞ্চলটি। পরবর্তীতে রাজ্যটি ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়। মোতায়েন করা হয় অসংখ্য সেনা।