চীনে করোনায় প্রথম মৃত্যুর এক বছর, ঘুরে দাঁড়িয়েছে উহান

ব্রিট বাংলা ডেস্ক :: চীনের হুবেই প্রদেশের উহান শহরে ২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে প্রথম রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ জানুয়ারি সেখানে এক ব্যক্তির মৃত্যু হয়।

চীনের স্বাস্থ্য বিভাগ ওই সময় জানায়, অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরে জানা যায়, ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

৬৬ বছর বয়সী জিয়ং লিয়ানশেং বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের মধ্যে উহান এখন নিরাপদ শহর। এমনকি সারাবিশ্বের মধ্যে উহান এখন নিরাপদ বলেও মনে করেন তিনি।

তিনি আরো বলেন, মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ব্যাপারে উহান শহরের মানুষের সচেতনতা অনেক উচ্চমানের। এমনকি আমার দুই বছরের নাতি বাড়ির বাইরে গেলে মাস্ক পরে বের হয়।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থতার ব্যাপারে সমালোচিত হয়েছে চীন। এমনকি শুরুতে ভাইরাসের ব্যাপারে চুপ থেকে সচেতন হওয়ার সুযোগ তৈরির পথ রোধ করারও অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।

২০২০ সালের ১১ জানুয়ারি প্রথম মৃত্যুর দুই সপ্তাহ পর লকডাউনে চলে যায় উহান শহর। এখন পর্যন্ত চীনে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৮৭ হাজার পাঁচশ ৩৬ জন এবং মারা গেছে চার হাজার ছয়শ ৩৪ জন।

সে দেশে আক্রান্তদের মধ্যে সেরে গেছে ৮২ হাজার দু’শ ২৯ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ছয়শ ৭৩ জন।

Advertisement