চীনে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও লক্ষণ প্রকাশ পায় না এমন আক্রান্তের সংখ্যা বাড়ছে চীনে। শনিবার দেশটিতে এমন রোগী শনাক্ত হয়েছিল ৪৭ জন। রোববার সে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এদিন, চীনের মূল ভূখণ্ডে ৭৮ জন উপসর্গহীন রোগী শনাক্ত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

করোনা ভাইরাস দমনে বিশ্বের কাছে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে চীন। প্রাথমিক পর্যায়ে ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা ঘটে সেখানেই। তবে দুই মাসের মধ্যেই নিয়ন্ত্রণে নিয়ে আসে চীন সরকার। গত ডিসেম্বরে চীন থেকেই এই প্রাণ ভাইরাসের উৎপত্তি।

অবশ্য চীনে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে। তবে স্থানীয় গণমাধ্যমের দাবি জীবনযাত্রা সেখানে স্বাভাবিক হয়ে আসছে। এখন সরকার উপসর্গহীন করোনা আক্রান্তদের খুঁজে বের করতে মনোনিবেশ করেছে।

সম্প্রতি শনাক্ত হওয়া উপসর্গহীন আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশিই ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের বাসিন্দা। চীনের মূল ভূখণ্ডজুড়ে এমন আক্রান্ত শনাক্ত হয়েছে মোট ৮০৫ জন।
উপসর্গহীন করোনা আক্রান্তের খবর চীনের জন্য উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে। এতে দেশটিতে ফের ব্যাপক হারে ভাইরাসটি বিস্তার লাভ করতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে হুবেইর রাজধানী উহানে মানুষের চলাচল ফের শুরু হওয়ায় সে আশঙ্কা আরো জোরদার হয়েছে। গত ডিসেম্বরে উহানের এক বন্যপ্রাণী বেচাকেনার বাজার থেকেই এই ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। চীনের মধ্যে সবচেয়ে আক্রান্ত অঞ্চল ছিল উহান। আগামী ৮ই এপ্রিল থেকে শহরটির উপর লকডাউন প্রত্যাহার করে নেয়া হবে। শহরের বাসিন্দাদের বাইরে যেতে দেয়া হবে। এতে ভাইরাসটি ফের দেশজুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Advertisement