চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে ৩০ হাজার পাউন্ড দান করল ইসলামিক রিলিফ

ব্রিটবাংলা ডেস্ক :করোনা রোগিদের জন্যে চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হাসপাতাল এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টকে ৩০ হাজার পাউন্ড দান করেছে ব্রিটিশ চ্যারিটি সংস্থা ইসলামিক রিলিফ। হাসপাতালের ইনটেনসিভ কেয়ার সুবিধা বৃদ্ধির কাজ এবং নতুন করে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে।
হাসপাতালের চীফ এক্সিকিউটিভ ক্রিস চ্যানি বলেছেন, গত ১৯শে মার্চ থেকে চেলসি এন্ড ওয়েস্টমিনস্টার হাসপাতাল এবং ওয়েস্ট মিডল্যান্ডস ইউনিভার্সিটি হাসপাতাল যৌথভাবে কোভিড-১৯ র‌্যাপিড রেসপন্স ফান্ড গঠন করেছে। দাতাদের সহযোগিতায় এই ফান্ডের মাধ্যমে করোনা রোগিদের সেবা দেওয়ার জন্যে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ও চিকিৎসা সামগ্রী কেনা হচ্ছে। এতে ইসলামিক রিলিফের এই দান যথেষ্ট সহায়ক হবে। তিনি ইসলামিক রিলিফ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান।
ইসলামিক রিলিফ ইউকের ডাইরেক্টর তোফাইল হোসাইন বলেছেন, করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে ডাক্তার নার্স এবং হেলথকেয়ারসহ হাসপাতালের প্রথম সারির স্টাফরা কাজ করে যাচ্ছেন। দাতাদের সহযোগিতায় এই দানের মাধ্যমে ইসলামিক রিলিফ সেইসব বীরদের পাশে দাঁড়াবার সামর্থ দেখিয়েছে।

Advertisement