ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচি

ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার (৪ জানুয়ারি)। এ উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসাইন এই কর্মসূচি ঘোষণা করেন।‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’-এই প্রতিপাদ্যকে উপজীব্য করে এই কর্মসূচিগুলো হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসাইন বলেন, ‘সময়ের প্রয়োজনে আজ থেকে ৭৫ বছর আগে বাঙালির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা ও মুক্তির মহান নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানেও সেই ছাত্রলীগ সময়ের প্রতিটি প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দেওয়ার ব্রতকে ধারণ করে পথ চলছে।ছাত্রলীগ সভাপতি বলেন, “এদেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে, এখন করছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশ’ এর নেতৃত্ব দেবে ছাত্রলীগ, ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নেওয়া কর্মসূচির বিষয়ে সাদ্দাম বলেন, ‘৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক উপলক্ষকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচি যথাযথভাবে পালনে প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে ছাত্রসমাজকে নিজেদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে এসব কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখা ছাত্রলীগের অনেকে।

Advertisement