ব্রিট বাংলা ডেস্ক : সাপ্তাহিক ছুটি কাটাচ্ছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। এদিকে দেশটিতে ভয়াবহ রূপ ধারণ করেছে দাবানল। জ্বলছে প্রায় ১০০টি স্থানে। আর এর প্রভাবে ইতোমধ্যে দেশটি অনুভব করেছে তাদের ইতিহাসের সর্বোচ্চ তাপদাহ। দেশের এমন বিপদকালে ছুটি কাটানোয় সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন স্কট মরিসন।
তিনি বলেন, ‘আমি পরিবারের সঙ্গে ছুটিতে থাকায় ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ানরা কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হলে আমি অত্যন্ত দুঃখিত।’ খুব শিগগিরই ছুটি থেকে ফিরবেন বলেও জানান তিনি।
গত কয়েক মাস যাবত তীব্র খরা ও ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে। দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আট জন। দেশটির কর্মীরা প্রায় ১০০টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। বৃহস্পতিবার সিডনির কাছের একটি দাবানল নিয়ন্ত্রণের উদ্দেশ্যে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত হন দুই স্বেচ্ছাসেবক। আর সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন মোট ৮ জন। পুড়ে গেছে প্রায় ৭০০ বাড়ি আর লাখ লাখ হেক্টর জায়গা।
এদিকে এর প্রভাবে মঙ্গলবার ইতিহাসের সর্বোচ্চ গড় তাপমাত্রা ৪০ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস অনুভব করে অস্ট্রেলিয়া। আর সেই রেকর্ডও ভেঙ্গে পড়ে বুধবার। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার অবস্থার আরও অবনতি ঘটতে পারে এমন আবহাওয়া পূর্বাভাসের বিপরীতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান সাত দিনের জরুরী অবস্থা ঘোষণা করেছেন গতকাল।
আর এমন বিপদকালে প্রধানমন্ত্রী স্কট মরিসনের পরিবারের সঙ্গে ছুটিতে যাওয়াকে ভালো চোখে দেখেনি অস্ট্রেলিয়ানরা। শোনা গেছে, তিনি হয়তো পরিবারের সঙ্গে ছুটি কাটাতে হাওয়াই গেছেন। এরপরই সমালোচনার ঝড় ওঠে তার বিরুদ্ধে। শুরু হয় আন্দোলন।