জনপ্রিয় ব্যান্ড ‘অবসকিওর’ এর গিটারিস্ট প্রিন্স আর নেই

ব্রিট বাংলা ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’ এর গিটারিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স আর নেই। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

রোববার সকাল ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন এই জনপ্রিয় গিটারিস্ট।

প্রিন্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডদলটির ভোকাল সাঈদ হাসান টিপু।

গণমাধ্যমকে সাঈদ হাসান টিপু বলেন, ‘প্রতিদিনের মতো আজ সকালেও অফিস করেছিলেন প্রিন্স। হঠাৎ করে অফিসে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে দ্রুত মোটরসাইকেলে করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তার মৃত্যু হয়েছে বলে ঘোষণা দেন।’

উল্লেখ্য, ১৯৮৫ সালের ১৫ মার্চ খুলনায় অবসকিউর ব্যান্ডের গোড়াপত্তন করেন সাঈদ হাসান টিপু। এরপরই ব্যান্ডদলটি জনপ্রিয়তার শীর্ষে উঠে।

বর্তমানে ব্যান্ডটির বেজ গিটারিস্ট হিসেবে গিটারিস্ট ক্রিটোফার গোমেজ প্রিন্স দায়িত্ব পালন করছিলেন।

Advertisement