জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প

তাতে তিনি প্রতিপক্ষ জো বাইডেনকে ‘স্লিপি’ এবং ‘দুর্নীতিপরায়ণ’ হিসেবে অভিহিত করেছেন। এ সময় তার সমর্থনকারীরা বাইডেনকে উদ্দেশ্য করে স্লোগান দিয়েছেন- তাকে জেলে পাঠাও। ২০১৬ সালের নির্বাচন নিয়ে তিনি বলেন, আপনারা বাইরের থেকে রাজনীতিতে প্রবেশ করা একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিলেন। তিনিই শেষ পর্যন্ত আমেরিকা ফার্স্ট নীতি কার্যকর করেছে। তাই ঘর থেকে বেরিয়ে আসুন এবং ভোট দিন।

অন্যদিকে করোনা ভাইরাস মহামারিতে ট্রাম্পের ইচ্ছাকৃত ব্যর্থতাকে সামনে এনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জো বাইডেন। তিনি অবশ্য দূর থেকে বিজয়ের ঘ্রাণ পাচ্ছেন। সুইংস্টেটগুলোতে তিনি অল্প ব্যবধানে জরিপে এগিয়ে আছেন। রিপাবলিকানদের শক্ত ঘাঁটি জর্জিয়া এবং টেক্সাস। এবার এ দুটি রাজ্যকে তিনি ডেমোক্রেট শিবিরে নিয়ে আসতে পারবেন বলে আশাবাদী। তাই বাইডেন ওহাইওর ক্লিভল্যান্ডের এক সভায় বলেছেন, এখন ট্রাম্পের সময় হলো তল্পিতল্পা গুটিয়ে নিয়ে ঘরে ফিরে যাওয়ার।
Advertisement