জমিসংক্রান্ত বিরোধে যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

ব্রিট বাংলা ডেস্ক :: ময়মনসিংহের গফরগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আক্রাম হুসেন (৩০) নামে এক যুবলীগ নেতাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটে শনিবার রাতে পৌর শহরের গো-হাটা এলাকায়। আহত আক্রাম হুসেনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে গফরগাঁও থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। আক্রাম হুসেন পৌর শহরের জন্মেজয় এলাকার বেলাল উদ্দিনের ছেলে ও দুই নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা।

অভিযোগ সূত্রে জানা যায়, পৌরশহরের জন্মেজয় এলাকার বেলাল উদ্দিনের ছেলে স্থানীয় যুবলীগ নেতা আক্রাম হুসেনের সাথে পাশের চার নম্বর ওয়ার্ড জন্মেজয় এলাকার ইন্তাজ আলীর ছেলে মোফাজ্জল হোসেন ও তার লোকজনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত ১০টার দিকে আক্রাম হুসেন রিকশাযোগে বাড়ি ফেরার পথে গোহাটাসংলগ্ন জনৈক আক্তার মিয়ার বাড়ির সামনে আসামাত্র প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন আক্রাম হুসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আক্রাম হুসেনের পিতা বেলাল উদ্দিন ছয়জনের নাম উল্লেখ করে শনিবার রাতেই গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে থানায় নেয়।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Advertisement