জমি নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগ নেতা খুন

ব্রিট বাংলা ডেস্ক :: খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্যা এলাকায় শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে মোঃ শাকিল হোসেন (৫২) নামক এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। তার পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা শাকিলের শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ গাছে ঝুলিয়ে রেখে গেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে ধারণা তাদের। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল খায়ের নামে একজনকে আটক করেছে পুলিশ।

মোঃ শাকিল হোসেন মেরুং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। দীঘিনালার মেরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমান কবির রতন বলেছেন, শাকিল হোসেন শুক্রবার সন্ধ্যার দিকে ব্যক্তিগত কাজে রেংকার্য্য এলাকায় যান। রাত ১০ টার দিকে পথচারীরা রাস্তার পাশে একটি আমগাছে শাকিল হোসেনের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তবে কেন এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে চেয়ারম্যান কিছু বলতে পারেননি।

শাকিলের ছেলে মোঃ মিন্টু ও মোঃ এমদাদ জানিয়েছেন, তাদের জায়গা-জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে দীর্ঘদিন ধরে যে বিরোধ চলছে আজ শনিবার স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট কমিটি এক সালিশী বৈঠকে বসার কথা ছিল।

দীঘিনালা থানার ওসি উত্তম কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত বারোটা নাগাদ পুলিশ ঘটনাস্থল থেকে একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ উদ্ধার করেছে। আজ শনিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে আবুল খায়ের (৩৫) নামক একজনকে পুলিশ আটক করেছে। হত্যার রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। দীঘিনালা থানায় হত্যা মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement