রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মাঝে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে ইউক্রেন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে বলে বুধবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে ইউক্রেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অলেক্সি ড্যানিলভ জানান, দোনেস্ক ও লুহানস্ক ছাড়া ইউক্রেনের সব প্রদেশে জরুরি অবস্থা জারি করা হবে।প্রাথমিক পর্যায়ে ৩০দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।এই সিদ্ধান্ত কার্যকর করতে হলে অবশ্যই ইউক্রেনের পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন হবে।ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন সিদ্ধান্তে ইউক্রেনের সাধারণ নাগরিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।এর পরই রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন এবং তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পদাঙ্ক অনুসরণ করে জাপানও নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর।
জরুরি অবস্থা জারি করেছে ইউক্রেন
Advertisement