জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ

রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা ও দলের করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসছে আওয়ামী লীগ।আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে।চ্যানেলে।আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।তিনি বলেন,দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে বিকেলে জরুরি সভা করবে আওয়ামী লীগ।এতে দলের জ্যেষ্ঠ নেতারাও থাকবেন।সূত্র জানায়, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্যদের জরুরি এ যৌথসভা অনুষ্ঠিত হবে।

Advertisement