ভোলার বোরহানউদ্দিনে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ব্রিট বাংলা ডেস্ক :: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় চারজন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

আজ রবিবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের চারজনের মধ্যে দুইজন ছাত্র রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে ৪ প্লাটুন সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

Advertisement