জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ আর নেই

ব্রিট বাংলা ডেস্ক : জাতীয় অধ্যাপক ও ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদ মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন )। বৃহস্পতিবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

ড. সুফিয়া আহমেদের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৫২ এর ভাষা আন্দোলনের অন্যতম সদস্য ছিলেন তিনি।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

Advertisement