জাতীয় পার্টির মহাসচিব পদে দলটির কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দেওয়া হয়েছে। ২ অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর পদটি শূন্য ছিল।শনিবার (৯ অক্টোবর) জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এক সাংগঠনিক আদেশে চুন্নুকে মহাসচিব নিয়োগ দেন।সাংগঠনিক আদেশ বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নকে জাতীয় পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।মুজিবুল হক চুন্নু বলেন, আমার সঙ্গে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে কথা হয়েছে। তিনি দলের নতুন মহাসচিব হিসেবে আমাকে দায়িত্ব দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা।
Advertisement