জামাইমা খানকে হয়রানীর অভিযোগে ক্যাব ড্রাইভার অভিযুক্ত : Minicab driver admits harassing Jemima Khan

ব্রিটবাংলা রিপোর্ট : পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী জামাইমা খানকে হয়রানীর অভিযোগে এক মিনিক্যাব ড্রাইভার অভিযুক্ত হয়েছেন। অভিযুক্ত ক্যাব ড্রাইভারের নাম হাসান মাহমুদ। তার বয়স ২৭ বছর। তিনি জামাইমা খানকে প্রায় ১ হাজারে বেশি ফোন কল এবং ট্যাক্সট করেছেন। বৃহস্পতিবার লন্ডনের আইজ্যাল ওয়ার্থ ক্রাউন কোর্ট জানিয়েছে, হেইলো অ্যাপের মাধ্যমে একটি ক্যাব ডেকেছিলেন ইমরানের খানের সাবেক স্ত্রী। এ সময় ক্যাব ড্রাইভার জামাইমা খানের সঙ্গে একটি সেলফি তুলেন। এই সুযোগে তিনি জামাইমার মোবাইল নাম্বার সেইভ করে রাখেন। এরপর থেকে প্রায় এক বছরের বেশি সময় ধরে জামাইমা খানকে টেলিফোনে হয়রানী করে আসছেন হাসান মাহমুদ। জামাইমা খানের মোবাইলে  ১ হাজার ১শ ৮২ টি কল করেছেন তিনি। একই সঙ্গে ২০৩টি টেক্সট ম্যাসেজ পাঠিয়েছেন। সঙ্গে ওয়াটস অ্যাপ ম্যাসেজও আছে। সর্ব শেষ তিনি জামাইমা খানের ঘরে যাবার আকাঙ্খার কথাও জানান। এরপর পুলিশকে বিস্তারিত অবহিত করেন ৪৩ বছর বয়সী ক্যাম্পেইনার ও সাংবাদিক জামাইমা গোল্ডস্মীথ খান।

মামলার প্রসিকিউটর রোক্সানা আলী জানান, মিনিক্যাব ড্রাইভার হাসান মাহমুদ অন্তত ১৮টি আলাদা মোবাইল নাম্বারের মাধ্যমে জামাইমা খানকে কল করতেন। কল করে তিনি “তাকে (জামাইমাকে) ভালবাসতেন” এ জন্য তিনি তার (গোল্ডস্মীথ) সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেন, জিজ্ঞেস করতেন কেনো তারা একে অন্যের বন্ধু হতে পারবেন না’ ইত্যাদি কথা বলতেন। অন্যদিকে মিনি ক্যাব ড্রাইভার মাহমুদের আইনজীবি ব্যারিষ্টার উমর আলী জানিয়েছেন, তার মক্কেল জামাইমা খানের বড় ভক্ত ছিলেন। কারন তিনি (জামাইমা খান) তার (হাসান মাহমুদের) হিরো পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী।

জামাইমা গোল্ডস্মীথ খান প্রয়াত বৃটিশ ধনী ব্যবসায়ী স্যার জেইমস গোল্ডস্মীথের মেয়ে এবং এমপি জ্যাক গোল্ডস্মীথের বোন। ক্যাব ড্রাইভার হাসান মাহমুদ ক্রমাগত টেলিফোন এবং ট্যাক্সট পাঠানোর পাশাপাশি সর্ব শেষ জামাইমার খানের ঘরে আসার কথা বলেন। এরপরই পুরো বিষয়টি পুলিশকে অবহিত করেন জামাইমা। হাসান মাহমুদ ইস্ট লন্ডনের ওয়ালথাম ফরেস্টের বাসিন্দা। তার বিরুদ্ধে হয়রানীর অনেকগুলো অভিযোগ আনা হয়েছে। যদিও আদালতে নিজেকে নির্দোষ দাবী করেন তিনি। আদালতের জাজ মার্টিন এডমান্ডস কিউসি তাকে দোষি সাব্যস্ত করলেও পরবর্তীতে তার সাজার মেয়াদ ঘোষণা করবেন।

Minicab driver admits harassing Jemima Khan

A minicab driver has admitted bombarding Jemima Khan with more than 1,000 phone calls and messages.

Hassan Mahhmood, 27, pleaded guilty to carrying out a campaign of harassment for more than a year.

Isleworth Crown Court heard he became obsessed with the 43-year-old after she posed for a “selfie” with him.

Mahhmood got the journalist’s number when she ordered a taxi through booking app Hailo, the court heard.

He called her mobile phone 1,182 times, sent her 203 text messages and sent her “loads” of WhatsApp messages.

‘Big fan’

Prosecutor Ruxana Ali said the defendant told Khan, who is also known by her maiden name Goldsmith, that he “loved her”, “wanted to know her” and asked her “why he could not be friends with her”.

Ms Ali said Mahhmood used 18 different mobile phones to contact her.

Khan, who is the daughter of the late billionaire entrepreneur Sir James Goldsmith and sister of MP Zac Goldsmith, finally spoke to police after Mahhmood told her he wanted to visit her home.

The driver’s barrister Umar Ali said the defendant was a “big fan” of Khan because of her marriage to his hero, Pakistan cricket legend Imran Khan.

Mahhmood, of Waltham Forest, north-east London, pleaded not guilty to a more serious charge of stalking the campaigner, which was allowed to lie on file.

Judge Martin Edmunds QC adjourned sentencing to a later date.

Advertisement