জামাল আহমেদ খানের সিভিক এওয়ার্ডস প্রাপ্তি

ব্রিটবাংলা ডেস্কঃশুক্রবার এক আড়ম্বর পূর্ণ অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস এর মালবারি প্লেসে কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বিশিষ্ট সমাজকর্মী জামাল আহমেদ খানকে টাওয়ার হ্যামলেট বারার সর্বোচ্চ পুরস্কার সিভিক এওয়ার্ডস প্রদান করা হয়।
জামাল আহমেদ খানের হাতে সার্টিফিকেট তুলে দেন টাওয়ার হ্যামলেটস বারার মেয়র জন বিগস এবং এওয়ার্ডস তুলে দেন স্পিকার কাউন্সিলর সাবিনা আকতার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইল টাকলেয়, উন্মেশ দেশাই প্রমুখ ।
উল্লেখ্য বিগত ২২ বছর ধরে কমিউনিটির প্রিয় মুখ জামাল আহমেদ খান বাঙ্গালী কমিউনিটির জন্য নিরলশভাবে কাজ করে যাচ্ছেন।এওয়ার্ডস প্রাপ্তিতে তাঁর অভিব্যক্তি জানতে চাওয়া হলে তিনি বলেন, এওয়ার্ডস প্রাপ্তি যেমন আনন্দের তেমনি কাজ করার দায়িত্ব অনেক বেড়ে গেলো। আমার দীর্ঘ বিলেত জীবনে আমি সবসময় বাঙ্গালী কমিউনিটির জন্য, বাংলা শিল্প , সংস্কৃতি , ঐতিহ্যের প্রচার প্রসারে কাজ করেছি। এখন মনে হচ্ছে দায়িত্ব, উৎসাহ অনেক বেড়ে গেলো। আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে

ইনশাআল্লাহ কমিউনিটির জন্য আরও ভাল কাজ করে যেতে পারবো।

Advertisement