জালালাবাদ ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকের আত্মপ্রকাশ

Britbangla24

যুক্তরাজ্য প্রবাসী ছাতকের চরমহল্লা ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে যাত্রা শুরু করেছে জালালাবাদ ডেভেলপমেন্ট কাউন্সিল নামে একটি নতুন সংগঠনের। নতুন সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সোমবার ১অক্টোবর পূর্বলন্ডনের স্পিটালফিল্ড কমিউনিটি হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।প্রবীণ কমিউনিটি নেতা কমর উদ্দিনের সভাপতিত্বে ও একাউনটেন্ট নিলেন্দু দেব এর পরিচালনায় অনুষ্ঠিত সভার
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ কাপ্তান মিয়া ।

এতে নতুন সংগঠনের বিভিন্ন উন্নয়নমুলক কার্যক্রমের কর্মপন্থা নিয়ে বক্তব্য রাখেন আব্দুল মতলিব,সাবেক কাউন্সিলার শাহ আলম,কমিউনিটি নেতা আব্দুল মছব্বির, নুরুল আলম,মছব্বির আলী সহ আরো অনেকে ।
সভায় যুক্তরাজ্য ওইউরোপে বসবাসরত চরমহল্লা বাসীদের সাথে যোগাযোগ করে সংগঠনের উন্নয়ন কার্যক্রম ফান্ড সংগ্রহের জন্য মছব্বির আলী,শামীম আলম ও কাপ্তান মিয়াকে দায়িত্ব প্রদান করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন আজির উদ্দিন,ছদরুল আলম,জমির আলী,নাসির উদ্দিন ,বসির উদ্দিন ,নাজির আহমদ,সেলিম আহমদ, কবির আলী,সম্রাজ আলী,নুরুল আলম,আলা উদ্দিন আছাব আলী,আমিরুল ইসলাম ওআশরাফুল আলম,জসিম উদ্দিন, শহীদ আলী প্রমূখ ।

Advertisement