জিনিয়াস বয় ১২ বছরের রাহুল : Child Genius: 12-year-old Rahul

ব্রিটবাংলা রিপোর্ট : নর্থ লন্ডনের বার্নেট কাউন্সিলের বাসিন্দা ১২ বছর বয়সের রাহুল চাইল্ড জিনিয়াস ২০১৭ চ্যাম্পিয়ান হয়েছে। শনিবার রাতে চ্যানেল ফোরে ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালে ১০ বাই ৪ পয়েন্টে নয় বছরের রোনানকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে রাহুল। রাহুলের আইকিউ আলবার্ট আইনস্টাইনের চাইতে বেশি বলে ধারনা করা হচ্ছে। ৮ থেকে ১২ বছর বয়সী ১৯ জন চিলড্রেনের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ান হয় রাহুল। রাহুলের বাবা মিনেশ একজন আইটি ম্যানেজার এবং মা একজন ফার্মাসিস্ট কমল।

চ্যানেল ফোরে চাইল্ড জিনিয়াস ২০১৭ শুরু হয়েছিল গত সোমবার থেকে। প্রতিদিন সন্ধ্যায় প্রচারিত হত প্রোগ্রামটি। শনিবার এর ফাইনাল পর্ব দেখেন প্রায় ১ দশমিক ৮ মিলিয়ন দর্শক।

প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে ১২ বছরের ডিলান। ১১ বছরের যশোয়া চতুর্থ এবং ১০ বছরের একমাত্র মেয়ে প্রতিযোগি আলিয়া হয় ৫ম।

Child Genius: 12-year-old Rahul

A 12-year-old boy from north London has won Channel 4’s Child Genius show.

Rahul, who lives in Barnet, beat his nine-year-old opponent – Ronan – 10-4 in the programme’s final.

Rahul, who has an IQ high enough to be a member of Mensa, fought off competition from 19 children aged eight to 12 in the week-long show.

This series of Child Genius started on Monday and was screened every evening this week. It was Channel 4’s most watched programme each day, with an average audience of 1.8 million tuning in for the final.

In the final, Rahul’s chosen subject was Edward Jenner’s medical innovation and methodology in 18th Century England. He and Ronan both scored 15 in their specialist fields.

He had been expecting to face 11-year-old Joshua in Saturday’s final but Ronan’s knowledge of 1666 London saw him get the place.

Dylan, 12, came third with Joshua in fourth place. The only girl in the final, 10-year-old Aliyah, came fifth.

 

 

Advertisement