ব্রিটবাংলা ডেস্ক : বাঙালা অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে এবারো ভালো ফলাফল করেছে শিক্ষার্থীরা। বারার প্রতিটি স্কুলে ৮০ থেকে নব্বই শতাংশ শিক্ষার্থীরা গ্রেড ৯ থেকে ৪ পেয়ে পাশ করেছে। এবার জিসিএসই’র বেশির ভাগ সাবজেক্টের ফলাফল প্রকাশিত হয়েছে সাবেক এডুকেশন সেক্রেটারী মাইকেল গভের পরিবর্তিত নাম্বার গ্রেড সিস্টেমে। এ নিয়ে চ্যানেল এসের প্রচারিত সংবাদটি ব্রিটবাংলার পাঠদের জন্যে তুলে দেওয়া হল। দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
এদিকে এবারো টাওয়ার হ্যামলেটসসহ আশপাশের বারাগুলোতে বাঙালী পরিবারের ছেলে-মেয়েরা অপ্রত্যাশিত ফলাফল অর্জন করেছেন। এসব কৃতি শিক্ষার্থীরা জানালেন, কঠোর পরিশ্রমই তাদের সাফল্য এনে দিয়েছে। আর অভিভাবকরা বললেন, পরিবার বা পিতা-মাতার যথাযথ গাইড লাইন সন্তানদের সাফল্যের অন্যতম একটি কারণ। জিসিএসই পরীক্ষায় সফল কয়েকজন শিক্ষার্থীদের চ্যানেল এসে প্রচারিত রিপোর্টটি ব্রিটবাংলার পাঠকের জন্যে এখানে তুলে দেওয়া হল। দেখতে নীচের লিঙ্কে ক্লিক করুন:
ওদিকে এবারের জিসিএসসি পরীক্ষায় বেশ কয়েকটি সাবজেক্টে নাম্বার গ্রেড দেওয়া হয়েছে। দুটি সাবজেক্টের মাধ্যমে গত বছর থেকে শুরু হয়েছিল নাম্বার গ্রেড সিস্টেম। আগামী বছর জিসিএসই‘র সবকটি সাবজেক্টে নাম্বার গ্রেড দেওয়া হবে। যদিও অনেক শিক্ষার্থী নতুন নাম্বার গ্রেড সিস্টেমের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তবে শিক্ষার্থীা বলেছেন, সিস্টেম যাই হোক কঠোর পরিশ্রমের বিকল্প নেই। তবে কঠোর অধ্যায়নের পরেও যারা ভালো ফলাফলে ব্যর্থ হয়েছেন তাদের উদ্দেশ্যে সুপরামর্শ দিয়েছেন টাওয়ার হ্যামলেটস কলেজের প্রিন্সিপাল। এ নিয়েও চ্যানেল এসে একটি রিপোর্ট প্রচারিত হয়েছে। নীচের লিঙ্কে ক্লিক করলে তা দেখতে পারবেন।