জি-সেভেনের খাবার ফুডব্যাংকে

কর্নওয়ালে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনের পুলিশ এবং নিরাপত্তা কর্মকর্তাদের অব্যহৃত প্রায় সাত টন খাদ্য ফুড ব্যাংকে দান করা হয়েছে। স্থানীয় ফুডব্যাংক জানিয়েছে, পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের অব্যহৃত প্রায় ৩ হাজার নাস্তার প্যাকেট, ইয়াঘর্ট এবং ফলমূল স্থানীয় স্কুলের ব্রেকফাস্ট ক্লাবে বন্টন করা হয়েছে। এছাড়া বাকী খাদ্যগুলো ফুডব্যাংকের প্রধান কার্যালয়ে কোল্ড স্টোরেজে রাখা হয়েছে। পরবর্তীতে বন্টন করা হবে। তিন দিনব্যাপি জি-সেভেন সম্মেলনে বিশ্ব নেতাদের নিরাপত্তার জন্যে প্রায় সাড়ে ৬ হাজার পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছিল।

Advertisement