জুরী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম রেজাকে উদ্দেশ্যমূলক গ্রেফতারের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ

জু্রী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি, ও উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজাকে উদ্দেশ্যমূলক মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করার প্রতিবাদে যুক্তরাজ্যস্থ জু্রী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওয়েলফেয়ারের সভাপতি মাওলানা আব্দুল মুমিন ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রাজু।
বিবৃতিতে আরো বলা হয় যে মানুষটি তার পরিবার পরিজন, আরাম আয়েসের জীবন এ দেশে ফেলে রেখে শুধু বাংলা দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন আজ তাকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
এখানে উল্লেখ্য গত মঙ্গলবার রাতে এক যুবলীগ নেতার উপর বোমা হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় রাত ১টায় ডিবি পুলিশ বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা কে নিজ বাড়ী থেকে ধরে নেয়।

Advertisement