জুলাইয়ে লন্ডনে জমিয়তের শতবার্ষিকী সম্মেলন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে আয়োজিত- নিউজিল্যান্ডের মসজিদে জুমার নামাজ আদায়রত মুসলমানদের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা পরবর্তী বিশ্ব পরিস্থিতি ও আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও মজলিসে আমেলা গত ৩০ মার্চ মারকাজুল উলূম লন্ডনে অনুষ্ঠিত হয়।

জমিয়তে উলামায়ে ইসলামইউকের সভাপতি মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের প্রধান উপদেষ্টা মাওলানা শায়খ আসগর হোসাইন, সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী, সহ সেক্রেটারি মাওলানা শামসুল আলম ক্বিয়ামপূরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্বিক, সহ সাংগঠনিক সম্পাদক হাফীজ জিয়াউদ্দীন, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা রশীদ আহমদ, তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুশতাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষন সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, মিডিয়া সেক্রেটারি মাওলানা খালেদ, অফিস সম্পাদক মাওলানা ফখরুদ্দিন বিশনাথী, উপদেষ্টা আলহাজ খালিস মিয়া প্রমুখ।

সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

“আগামী জুলাই মাসে লন্ডনে জমিয়তের শতবার্ষিকী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়”

“আগামী 27 এপ্রিল শনিবার বিকেল ৭ ঘটিকায় পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদে  রমদ্বানের তাত্বপর্য শীর্ষক আলোচনা সভা।

সভায় শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানীর উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানানো হয়।

Advertisement