জেএমবি নেতা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৪

ব্রিট বাংলা ডেস্ক :: চাঁপাইনবাবগঞ্জে জেএমবি নেতা হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা এবং চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সানোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, গোমস্তাপুর উপজলার আব্দুস শুকুর। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন গোমস্তাপুর উপজলার সামশুল আলম, সাইফুল ইসলাম ও মো. শামীম ও নওগাঁ জেলার মান্দা উপজেলার আব্দুল মোতাকাব্বির ওরফে বুলবুল।

মামালায় বিবরণসূত্রে জানা যায়, জেএমবির অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বের কারণে ২০১২ সালের ২৬ এপ্রিল রাত ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খোলসি -বারিয়া গ্রামের একটি আমবাগান থেকে ঢাকা জেলার ধানমন্ডির আসগর আলীর ছেলে রুহুল আমীন ওরফে সালমানের গলা দেহ থেকে দ্বিখণ্ডিত করে তার মস্তকটি জেলার গোমস্তাপুর থানার মহানন্দা নদীর ধাইনগর ঘাটে মাটির নিচে পুঁতে রাখে দণ্ডপ্রাপ্ত আসামিরা।

এ ঘটনায় নাচোল থানার এসআই আনিসুর রহমান বাদী হয়ে সাতজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার এসআই গৌতম চন্দ্র মালী ২০১৫ সালের ২৯ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য-প্রমাণা শেষে আদালতের বিচারক এ রায়ে দণ্ডিত করেন সাতজনকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সানোয়ার হোসেন পলাতক রয়েছেন বলে জানান সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বেগম।

Advertisement