জেনিফার আরকিউরির সঙ্গে রাত কাটিয়েছেন বরিস!

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রেম কাহিনী নিয়ে নতুন বোমা ফাটিয়েছেন মার্কিন ব্যবসায়ী জেনিফার আরকিউরি। বরিস জনসনের সঙ্গে তার শারিরীক সম্পর্ক ছিল বলে দাবী করেছেন তিনি। সানডে মিররকে দেওয়া এক স্বাক্ষাতকারে জেনিফার আরকিউরি বলেছেন, প্রধানমন্ত্রী বরিস লন্ডন মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় লন্ডনে তাদের প্রথম স্বাক্ষাত হয়। এরপর তারা ইস্ট লন্ডনের শর্ডিচের একটি ফ্ল্যাটে রাত কাটিয়েছেন। এখানে তিনি পল ড্যান্সারের পল বসিয়েছিলেন। সপ্তাহে একবার তাদের দেখা হত, তিনি বরিসকে ভালোবাসতেন এবং আদর করতেন। বরিস জনসনও তার শরীর ও মনকে ভালোবাসতেন বলে সানডে মিররকে বলেন ৩৫ বছর বয়সী মার্কিন ব্যবসায়ী মহিলা জেনিফার আরকিউরি। প্রথম স্বাক্ষাতে বরিস তার শরীর থেকে হাত সরাতে চাননি বলেও জানান আরকিউরি। তাদের মধ্যে সেক্সোয়াল ট্যাক্সট বিনিময় হত।
আরকিউরি আরো বলেন, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তাদের এই সম্পর্ক ছিল। তখন বরিস জনসন দ্বিতীয়বারের মতো লন্ডন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাবেক স্ত্রী মেরিনার সঙ্গে ছিলেন। ২০১২ সালের ২৯শে অগাষ্ট সর্ডিচে আরকিউরির সঙ্গে সঙ্গমের পর প্যারালিম্পিকের অনুষ্ঠানে গিয়ে স্ত্রী ম্যারিনার পাশে বসেছিলেন তিনি।
২০১১ সালে একজন বিজনেস স্টুডেন্ট হিসেবে একটি ইভেন্টে প্রথম তিনি লন্ডন মেয়রের সঙ্গে কথা বলেছিলেন।
এর অনেক পরে মার্কিন তরুনী জেনিফার আরকিউরিকে লন্ডন মেয়রের বাণিজ্য প্রতিনিধি দলের সদস্য হিসেবে বিদেশে পাঠানো এবং তাকে অর্থ গ্র্যান্ট দেবার সংবাদটি প্রকাশিত হয়। এ নিয়ে ২০১৯ সালে ব্যাপক বিতর্কের মুখে অবশ্য পুরো বিষয়টি অস্বীকার করেছিলেন বরিস জনসন।
৫৬ বছর বয়সী বরিস জনসন ৬ সন্তানের জনক। সাবেক স্ত্রী মেরিনার সঙ্গে তার ৪ সন্তান রয়েছে। বর্তমান প্রেমিকার ক্যারি সায়মন্ডের সঙ্গে রয়েছে এক সন্তান। আর সিটি হলের সাবেক আর্ট কনসালটেন্টের হেলেনের সঙ্গেও বরিস জনসনের আরেকটি সন্তান রয়েছে।

Advertisement