ব্রিটবাংলা ডেস্ক : লেবার লিডার জেরেমি করবিন বিরোধী আরেক লেবার এমপি পদত্যাগ করেছেন বুধবার। দ্যা বারো এবং ফার্নেস আসন থেকে নির্বাচিত এমপি জন উডকুক এখন থেকে পার্লামন্টে স্বতন্ত্র এমপি হিসেবে তার নির্বাচনী এলাকা প্রতিনিধিত্ব করবেন। ২০১০ সাল থেকে তিনি এই আসনের লেবার পার্টির এমপি নির্বাচিত হয়ে আসছেন। লেবার পার্টি কট্টর বামদের দখলে চলে গেছে এবং লেবার পার্টিতে এন্টি সেমিটিজম সহ্য করা হয় বলে পতদ্যাগপত্রে উল্লেখ করেন পদত্যাগি লেবার এমপি জন উডকুক।
এমপি জন উডকুকের বিরুদ্ধে একটি যৌন হয়রানীর অভিযোগের তদন্ত চলছে। এই অভিযোগে গত এপ্রিল থেকে তিনি লেবার পার্টি থেকে সাময়িকভাবে বরখাস্ত ছিলেন। দলের একজন সাবেক মহিলা কর্মীর বিরুদ্ধে অশালিন একটি ম্যাসেজ পাঠানোর অভিযোগে তাকে সাময়কিভাবে বরখাস্ত করা হলেও তিনি তার উপর আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
পদত্যাগপত্রে তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তদন্ত করার জন্যে যথাযথ তদন্তকারী নিয়োগেও লেবার ব্যর্থ হয়েছে। তার বিরুদ্ধে চলা তদন্তও এক ধরনের উদ্দেশ্যে প্রনোদিত ছিল বলেও মনে করেন তিনি। একই সঙ্গে তিনি লেবার লিডার জেরেমি করবিনের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, সরকারের বিকল্প হিসেবে লেবার এতোটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি। এমন কি লেবার লিডার প্রধানমন্ত্রী হলেও তা ইউকের নিরাপত্তার জন্যে মারাত্মক ঝুঁকি হতে পারে বলেও মনে করেন রাইট উইং এমপি জন উডকুক।
উল্লেখ্য, এর প্রায় এক সপ্তাহ আগে লেবারের আরেক এমপি গ্যারাড ও মারা লেবার থেকে পদত্যাগ করার পর পদত্যাগ করলেন এমপি জন উডকোক।
John Woodcock has quit as a Labour MP and will now sit as an independent in the House of Commons.
The Barrow and Furness MP, a long-time critic of Jeremy Corbyn was suspended in April over claims he sent inappropriate messages to a former female member of staff.
He has denied the claim, which is being investigated by the party.
In his resignation letter, he said the party had been “taken over by the hard left” and “tolerated” anti-Semitism.
He has represented the Cumbrian seat since 2010, winning it with a 209 majority last year.
Mr Woodwock, who is on the right of the party, had the Labour whip withdrawn earlier this year amid claims he sent inappropriate messages to a former female member of staff.
He has said he does not accept the charges and was fully co-operating with an internal inquiry.
Announcing his resignation from the party, he accused Labour of failing to appoint an independent investigator to rule on the disciplinary case.
He suggested the process was being “manipulated for factional purposes”.
In a wide-ranging attack on Mr Corbyn, he said Labour was not a “credible” alternative government and its leader would pose a “clear risk” to the UK’s security if he became prime minister.
He is the second MP in less than a week to quit the party – after Jared O’Mara resigned the party whip too just a few days ago.