পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ১৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জয়েন্ট কনসালটেশন কমিশনের (জেসিসি) বৈঠকে পানি বণ্টন এবং সীমান্ত ব্যবস্থাপনাসহ সমস্ত অমিমাংসিত বিষয় নিয়ে আলোচনা করবেন।তিনি আজ রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের বলেন, “প্রতিবেশী দেশ হিসাবে, ভারতের সাথে আমাদের সবসময়ই অমিমাংসিত সমস্যা রয়েছে … আমরা এই সমস্ত বিষয়ে আলোচনা করব।ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সাথে নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জেসিসি বৈঠক করবেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেসিসি বৈঠকে ঢাকা এবং নয়াদিল্লি কুশিয়ারা ও ফেনীসহ বিভিন্ন আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা করবে।তিনি বলেন, নতুন ইস্যু হিসেবে পাট ও জ্বালানি নিরাপত্তার এন্টি-ডাম্পিং নিয়ে এতে আলোচনা হবে।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যে কোনো ধরনের উত্তেজনা বা অস্থিতিশীলতা রোধে সম্মিলিত পদক্ষেপ নেয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান।ড. মোমেন বলেন, ভারত ইতোমধ্যে বেসরকারি খাতের মাধ্যমেও বাংলাদেশে গম রপ্তানির অনুমতি দিয়েছে।২০২০ সালের ২৯ সেপ্টেম্বর ভার্চুয়ালি ঢাকায় ষষ্ঠ জেসিসি বৈঠকের আয়োজন করা হয়েছিল।
জেসিসি বৈঠকে ভারতের সঙ্গে অমিমাংসিত বিষয় নিয়ে আলোচনা করবে ঢাকা : মোমেন
Advertisement