ব্রিট বাংলা ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উজ্জল হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত দুজন আরোহীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯টায় জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আরোহী উজ্জল হোসেন জয়পুরহাট সদর উপজেলা সগুনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।
পাঁচবিবি থানা সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে মোটরসাইকেলে উজ্জলসহ ৩ জন জয়পুরহাট ফেরার পথে কোকতারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই উজ্জল মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি এসে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পৌঁছে দেয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের বগুড়ার শজিমেক হাসপাতালে পাঠানো হয়।