ঝমকালো আয়োজনে সম্পন্ন হলো লন্ডন বেঙ্গলী ওয়েডিং ফেয়ার (ভিডিও)

ব্রিটবাংলা ডেস্ক : ঝমাকালো আয়োজনে অনুষ্ঠিত হলো লন্ডনে বেঙ্গলী ওয়েডিং ফেয়ারের পঞ্চম আসর। এতে মানুষের সাড়া দেখে অংশগ্রহকারী বাংলাদেশী মালিকানাধিক ওয়েডিং সার্ভিস প্রভাইডাররা দারুন খুশী।  নানা ধরনের স্টলের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের উপস্থাপনায় ছিলো বিনোদনের অনন্য আয়োজন।


ওয়েডিং ফেয়ারকে কেন্দ্র করে ইস্ট লন্ডনের রয়েল রিজেন্স সেজেছিলো বর্ণিল রঙ্গে। স্টলগুলোতে নানা ধরনের পন্যের পসরার পাশপাশি প্রধান আকর্ষণ ছিলো মূল স্টেজের আকর্ষনীয় উপস্থাপনা। এর প্রধান সহযোগি ইস্ট লন্ডন লিমোর মালিক সামগ্রিক সফলতায় সন্তোষ প্রকাশ করেন। আর রিটজ রয়েল ক্যাটারিং খোদ এই অনুাষ্ঠাননের স্টেজকে তাদের ক্রিয়েটিভিটির উদাহরন হিসেবে উল্লেখ করলেন।

ফেয়ারে ছিলো বিয়েশাদি সংশ্লিষ্ট প্রায় ৬০ ধরনের পন্য ও সেবার স্টল। এর মধ্যে রয়েছে ওয়েডিং সার্ভিস, ওয়েডিং প্ল্যানার্স, ক্যাটারার্স, ম্যাকআপ আর্টিস্ট, ফ্লোরিষ্ট, ফটোগ্রাফার্স, কারস, ড্রেস, জুয়েলার্স, ডিজাইনার্স কোম্পানি, হেনা আর্টিস্টসহ বিভিন্ন ধরনের স্টল।
ওয়েডিং ফেয়ার দিন দিন কমিউনিটির অন্যতম জনপ্রিয় আয়োজেন পরিনত হয়েছে বলে জানালেন লন্ডন বেঙ্গলীয় ওয়েডিং ফেয়ারের চীফ এক্সিকিউটিভ সোহানা আহমদ এবং ম্যানেজিং ডাইরেক্টর আহাদ আহমেদ।


অনুষ্ঠানে ব্রিটিশ বাঙালী সঙ্গীত শিল্পী বিলাল শাহিদ ছাড়াও জনপ্রিয় অভিনেত্রী ও  মডেল যথাক্রমে দিলরূবা, রমজান মিয়া, সাদিয়া হোসাইনসহ অনেকেই ছিলেন।
বিবিসি এশিয়ান নেটওয়ার্ক প্রেজেন্টার নাদিয়া আলী এবং জনপ্রিয় প্রেজেন্টার স্যান্ডিম্যানের উপস্থানায় কোরিও গ্রাফিতে নেতৃত্ব দেন চায়না চৌধুরী।
অনুষ্ঠানে চ্যানেল এসে চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার মাহি ফেদদৌস, নিউহাম কাউন্সিলের ডিপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরীসহ আরো অনেক বিশিষ্টজন অংশ নেন।

Advertisement