টি-টুয়েন্টিতে ব্যাপক ভরাডুবি চলছে অনেক দিন থেকেই। এর মধ্যেই সাদা পোশাকে রঙিন স্বপ্ন বুকে নিয়ে আজ শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করল টাইগাররা।চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ দল।পাকিস্তানের বিপক্ষে টেস্টে এ পর্যন্ত ১১ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি টাইগাররা। যেখানে ১০ হারের বিপরীতে ড্র রয়েছে মাত্র একটি ম্যাচে।ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৬ টেস্টের ৫টিতে হার এবং ১ ম্যাচ ড্র করেছে বাংলাদেশ।এই সফরে টি–টুয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশও হয়েছিল মাহমুদউল্লাহর দল।এই ম্যাচ দিয়ে বাংলাদেশ দলে টেস্ট অভিষেক হয়েছে ইয়াসির আলী রাব্বির। অপেক্ষা ফুরাল তার। বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষিক্ত হলেন ইয়াসির। অরাধ্য টেস্ট ক্যাপ পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে। এছাড়া পাকিস্তান দলেও টেস্ট ক্যাপ পেয়েছেন আব্দুল্লাহ শফিক।
বাংলাদেশের একাদশ :সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেট কিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সাইফ হাসান।
পাকিস্তানের একাদশ :আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেট কিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।