মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। আঙুলের ইনজুরির কারণে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। ফলে আজই শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারলেন না মুশফিক।এই ম্যাচে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হলো মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলির। দেশের হয়ে ৩টি করে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে ইয়াসিরের। তবে মুনিমের জন্য আজ প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আফগানিস্তানের হয়েও দু’জনের টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। তারা হলেন- দারউইশ রাসুলি ও আজমতুল্লাহ ওমারজাই।টি-টোয়েন্টির আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
Advertisement