টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ডমিনিকার উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে আজ ফের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ।প্রথম ম্যাচে টসভাগ্য সহায় ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের। টস হেরে প্রথমে ব্যাটিং পায় বাংলাদেশ। পরে ১৩ ওভারে টাইগাররা ৮ উইকেটে ১০৫ রান তোলার পর পরিত্যক্ত হয় ম্যাচটি।আজও ফের টসে হেরেছে বাংলাদেশ। উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ টাইগাররা প্রথমে ফিল্ডিং করেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করেছে ৫৭ রান।

Advertisement