জিতলেই সিরিজ নিশ্চিত বাংলাদেশের- এই সমীকরণ সামনে রেখে তৃতীয় টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। আজ (রবিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। কিউইরা ব্যাটিং নেওয়ায় শুরুতে বোলিংয়ে স্বাগতিকরা।পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে লড়াই করেছে কিউইরা। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা লাল-সবুজ জার্সিধারীরা আজ জিতলেই নিশ্চত করবে সিরিজ।বাংলাদেশ একাদশে কোনও পরিবর্তন নেই। উইনিং কম্বিনেশন না ভেঙে আগের টি-টোয়েন্টির একাদশই রেখেছে স্বাগতিকরা। তবে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। ফিন অ্যালেন, স্কট কুজেলেইন ও জ্যাকব ডাফি দলে এসেছেন ব্রেসওয়েল, সিয়ার্স ও বেনেটের পরিবর্তে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকনকি, স্কট কুজেলেইন, জ্যাকব ডাফি, এজাজ প্যাটেল।