টাওয়ার হ্যামলেটসে হত্যা চেস্টার অভিযোগে ৫ জন গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের স্টেপনী গ্রীনে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা চেস্টাসহ নানা অপরাধ প্রবনতার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১১ই মে ভোরে বেথনালগ্রীন এবং স্টেপনীগ্রীনের তিনটি ঠিকানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বয়স ১৭ থেকে ২২ বছরের ভেতরে।

মেট পুলিশ জানিয়েছে, গত ৫ এপ্রিল, স্টেপনী গ্রীন স্টেশনে ১৯ বছর বয়সী এক কিশোরীকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন এই কিশোরের জীবন ঝুঁকি মুক্ত। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে আটক ১৮ এবং ১৯ বছর বয়সী দু কিশোরকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে ১৭ এবং ২২ বছর বয়সী আরো দুজনকে।

গত ৫ এপ্রিলের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ওই দিনই ১৮ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। তাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। এর পরপরই অভিযান চালিয়ে বাকীদের গ্রেফতার করে পুলিশ।

 

Advertisement