ব্রিটবাংলা ডেস্ক : টাওয়ার হ্যামলেটসের সিডনী স্ট্রীটের ডাকাতির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মেট পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বয়স ২১ বছর। তাকে বৃহস্পতিবার গ্রেফতারের পর ইস্ট লন্ডনের একটি পুলিশ স্টেশনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
টাওয়ার হ্যামলেটসের ডাকাতির সংবাদ পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন
https://britbangla24.com/news/49283
উল্লেখ্য ২৬শে জুলাই দিবাগত রাতে সিডনী স্ট্রীটের একটি ঘরে সশস্ত্র ডাকাতি সংঘটিত হয়। এতে আট সদস্যের ডাকাত দল অংশ নেয়। গ্রেফতারকৃত ব্যক্তি তাদের একজন হতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।
সংবাদের সঙ্গে প্রকাশিত ছবিগুলো দেখে তাদের সনাক্ত করণে সহযোগিতা করতে সবার/প্রতি আহ্বান জানিয়েছে মেট পুলিশ। এই ডাকাতির ঘটনা নিয়ে গত ২৭শে জুলাই শুক্রবার চ্যানেল এসে প্রথম সংবাদ পরিবেশিত হয়।
Detectives are continuing to appeal for the public’s help to identify some of those wanted for questioning by police following an aggravated burglary in Tower Hamlets.
Three images of people wanted for questioning have been released. Anyone who recognised those pictures is urged to call Whitechapel CID.
Police were called at 03:39hrs on Friday, 27 July following reports of a burglary. Officers attended and established that a group of men had forced entry to the property before demanding cash and gold from the occupants.
The suspects, believed to be up to eight males, grabbed the occupants and threatened them with weapons, including a knife and machetes, before making off with a quantity of items.
Although very shaken, none of the occupants required medical treatment
Enquiries, which include forensic analysis and detailed examination of CCTV footage, continue.
A 21-year-old man was arrested on Thursday, 2 August on suspicion of aggravated burglary. He was taken to an east London police station for questioning before being charged with aggravated burglary on the evening of Friday, 3 August.
He will appear before Thames Magistrates Court on Saturday, 4 August.
Detective Sergeant Justin Franklin, from Whitechapel CID, said: “This was a terrifying attack on a family asleep in their home. The perpetrators were violent and need to be caught as soon as possible. Although we have an arrest and charge, we need to hear from you if you have any information.”
Anyone with information is urged to call police on 101 quoting ref CAD859/27Jul18 or tweet @MetCC. Alternatively contact Crimestoppers anonymously on 0800 555 111 or online via: crimestoppers-uk.org