টাওয়ার হ্যামলেটসের ২৭ ল্যান্ডলর্ড এবং লেটিং এজেন্টকে ১শ ৫০ হাজার পাউন্ড জরিমানা : 27 rogue landlords and lettings agents fined by Tower Hamlets Council for illegal practices

ব্রিটবাংলা ডেস্ক : ভাড়াটেদের কাছ থেকে লুকিয়ে ফি নেওয়ার অভিযোগে টাওয়ার হ্যামলেটসের ২৭ টি ল্যান্ডলর্ড এবং লেটিং এজেন্টকে ১শ ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছে কাউন্সিল। প্রাইভেট টেনেন্টসদের অভিযোগের ভিত্তিতে কাউন্সিলের তালিকাভুক্ত ৪শ ১টি ল্যান্ডলর্ড এবং লেটিং এজেন্টদের ডাটাবেইস পরীক্ষা-নীরিক্ষা করে শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য লন্ডন মেয়র সাদিক খানের রগু ল্যান্ডলর্ড চেকারের স্বাক্ষরকারী দেশ হলো টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। গত মাসে এতে স্বাক্ষর করে টাওয়ার হ্যামলেটস। এই রগুল্যান্ডলর্ড চেকারের মাধ্যমেই ২৭টি ল্যান্ডলর্ড এবং লেটিং এজেন্টকে এক হাজার পাউন্ড থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। পুনরায় পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে জরিমানা প্রদানকারী ল্যান্ডলর্ড এবং লেটিং এজেন্টগুলোকে প্রচলিত আইনের সঙ্গে সামঞ্জস্য করা হবে।

 

 

Rogue landlords and lettings agents charging hidden fees to renters have been fined a total of £150,000 by Tower Hamlets council, it has emerged.

The council has been carrying out checks on the 401 landlords and letting agents listed on its database and investigating complaints by private tenants.

 

The council, which was one of the first local authorities to sign up to the Mayor of London’s ‘Rogue Landlord’ checker last month, has so far fined 27 letting and managing agents for failing to comply with the law, ranging between £1,000 and £10,000. It is shortly carrying out further checks to make sure those who have been fined make immediate adjustments to meet legislation.

The council’s own Renters’ Charter started last summer is being used as a template for City Hall’s Checklist.

 

 

Advertisement