ব্রিটবাংলা ডেস্ক : বাংলাসহ ১১টি ভাষা নিয়ে গঠিত টাওয়ার হ্যামলেটসের কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস। বারার সর্বমোট বাসিন্দার প্রায় অর্ধেক বাঙালী। বারার দুটি সংসদীয় আসনের এমপিও বাঙালী। বাজেট কাটের অজুহাতে বাঙালী অধ্যুষিত এই বারার কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল। গত ১৯ ফেব্রুয়ারী, কাউন্সিলের ফুল মিটিংয়ে বাতিলের চুড়ান্ত সিদ্ধান্ত নেবার কথা থাকলেও কমিউনিটির বিভিন্ন ভাষার মানুষের দাবীর প্রেক্ষিতে স্পীকার কাউন্সিলর ভিক্টোরিয়া ওবেজা ২৮ দিনের ভেতরে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে কাউন্সিলকে নির্দেশ দিলেও তা বন্ধ হয়ে যাবে, এটা মোটামুটি নিশ্চিত।
এমপি নির্বাচিত হবার আগেও কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস রক্ষার দাবীতে সক্রিয় ছিলেন আফসানা বেগম
কমিউনিটির মানুষের দাবীর প্রেক্ষিতে বিষয়টি পার্লামেন্টে নিয়ে গেছেন পপলার এন্ড লাইম হাউসের লেবার দলীয় এমপি আফসানা বেগম। টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ সার্ভিস চালু রাখার দাবীতে পার্লামেন্টে একটি আর্লি ডে মুশন উত্থাপন করেছেন তিনি। আর এতে তাকে সমর্থন করেছেন অন্তত ১০ জন এমপি।
আফসানা বেগম লেবার পার্টি থেকে নবনির্বাচিত একজন বাংলাদেশী অরিজিন এমপি। নিজ এলাকা তথা সমাজের গুরুত্বপূর্ন ইস্যুতে পার্লামেন্টে সক্রিয় থাকার চেষ্টা করছেন তিনি। জানালেন, প্রথমবারের মতো বৃটিশ পার্লামেন্টে কমিউনিটি লেংগুয়েজ সার্ভিস টিকিয়ে রাখার দাবীতে একটি আর্লি ডে মুশন এনেছেন। তার আর্লিডে মুশনে সমর্থন করেছেন ১০জন এমপি। এ নিয়ে বিতর্ক হলে ব্যাপাকভাবে এর পক্ষে প্রভাব সৃষ্টি হবে বলে আশা তার।
টোরি সরকারের ফান্ডিং কাটের প্রভাবে সারা দেশে বিভিন্ন সার্ভিসের উপর প্রভাব, সমাজ-পেশা ও অর্থনৈতিক গুরুত্ব নিয়ে কথা বলেন তিনি।