ব্রিটবাংলা ডেস্ক : মাদকসহ নানান অপরাধ বিরোধী অভিযান চালিয়ে ইস্ট লন্ডনের বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারা থেকে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাজা, অস্ত্র এবং নগদ অর্থও উদ্ধার করা হয়।
মেট পুলিশ জানিয়েছে, বুধবার টাওয়ার হ্যামলেটসের ৩০টি বাড়িতে অভিযান চালানো হয়। এতে মেট পুলিশের সদস্যসহ স্থানীয় পুলিশের প্রায় দেড় শতাধিক অফিসার অংশ নেন। অভিযানে ২৭ জনকে গ্রেফতারের পাশাপাশি নগদ বিশ হাজার পাউন্ড, দুটি টেজার ও অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় কয়েকটি গাড়িও।
গ্রেফতারকৃতদের মধ্যে ২৬ জন পুরুষ এবং ১ জন মহিলা রয়েছেন। তাদেরকে স্থানীয় পুলিশ স্টেশনে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেফতারকৃতরা টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন এলাকায় ড্রাগ সাপ্লাইসহ নানান অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে।
টাওয়ার হ্যামলেটসের গ্যাং এন্ড অফেন্ডার ম্যানেজমেন্ট ইউনিটের ডিটেকটিভ চীফ ইন্সপেক্টর বলেছেন, কমিউনিটির মানুষের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে এবং সোর্সের তথ্যা অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের কাজ। সেই তাগিদ থেকেই মাদকসহ বিভিন্ন অপরাধীদের পাকড়াও করার লক্ষ্য নিয়ে এই অভিযান চালানো হয়।
এদিকে টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস বলেছেন, কাউন্সিলের উদ্যোগে মাদকমুক্ত স্ট্রীট গড়ার যে কাজ চলছে, এই অভিযান তারই অংশ। কাউন্সিল চলতি বছর প্রায় ৭ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে শুধু ড্রাগ প্রতিরোধের জন্য। স্ট্রীট থেকে ড্রাগ ডিলারদের প্রতিহত করতে কাউন্সিল আরো যা করার সবই করবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেয়র জন বিগস।
27 arrested in east London drugs raids
Police have carried out a series of dawn raids in east London today as part of an operation to crackdown on drugs, violence and criminal activity.
They seized weapons, two tasers, £20,000 cash and a car in raids on 30 addresses with search warrants simultaneously across Tower Hamlets and east London.
More than 150 officers from across the Met were involved in the operation who made 27 arrests and took suspects into custody. :
“These arrests demonstrate our commitment to deal robustly with those who supply drugs,” Det Chief Insp Mike Hamer of the Gangs and Offender Management unit said.“We know the impact street based drug dealing has, through our understanding of criminal behaviour and from what our residents tell us.”
The drug running is causing a strain on public services, with Tower Hamlets Council having to spend more than £7 million from the public purse this year alone to tackle substance misuse in the East End.
Mayor John Biggs, who was briefed about the police swoops, said: “This operation is part of our ongoing work to tackle the scourge of drug dealing on our streets.
“Public safety is a priority and we’ll continue to use our powers to disrupt drug-dealing markets and prevent the criminal behaviour and do everything to fight drug dealing on our streets.”
The 26 men and one woman arrested this-morning were being held in custody on suspicion of offences relating to drug supply in Tower Hamlets.