টাওয়ার হ্যামলেটসে মাদক, অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার : ৭জন গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, নগদ অর্থ এবং মাদক উদ্ধারসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মাইল এন্ডের এরিখ স্ট্রীটের একটি ঘরে এই অভিযান চালায় মেট পুলিশের বিশেষ একটি টিম। অভিযানে হিরোইন এবং কোকেইনের অন্তত ১ হাজার প্যাকেট উদ্ধার করা হয়। একেকটি প্যাকেটের সাইজ আস্ত একটি ইটের সমান বলে পুলিশ জানিয়েছে।

অভিযানে টেন-টন প্রেস এবং অর্থ গণনার বিশাল একটি মেশিন, গুলি ভর্তি নাইন এমএম পিস্তল, নগদ ১২ হাজার পাউন্ডের নোট এবং ১৫ হাজার পাউন্ডের কয়েন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আটকদের মধ্যে ৬ জন কিশোর এবং ১৫ বছর বয়সী এক কিশোরী রয়েছে। কিশোরদের বয়স ২০ বছরের নীচে। অবৈধভাবে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতা এবং অবৈধ অস্ত্র রাখার দায়ে তাদেরকে আটক রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement