Britbangla24
টাওয়ার হ্যামলেটস মেয়র সিষ্টেম বিলুপ্ত করন ও পুরনো লিডার শীপ প্রথা ফিরিয়ে আনতে কমিউনিটির বিভিন্ন মতের মানুষের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার ৷
ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে ৭ই অক্টোবর অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন,টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এই মুহুর্ত্বে গণতন্ত্র অনুউপস্থিত ৷
তা ফিরিয়ে আনতে আমরা নিজেদের দায় থেকে ঐক্যবদ্ধ হয়ে এ সভার আয়োজন করেছি।
বক্তারা বর্তমান প্রচলিত মেয়র ব্যবস্থার সমস্যা বা নাগরিক সেবার ক্ষেত্রে অনুউপযোগী বলে মন্তব্য করেন ৷
উল্ল্যেখ্য যে ২০১০ সালে এক রেফারেন্ডামের মাধ্যমে নির্ধারন করা হয়,টাওয়ার হ্যামলেটসের প্রত্যক্ষ ভোটে নির্বাহী মেয়র নির্বাচিত করা হবে।
তারপর থেকে বিগত ৮ বছর যাবত নতুন নিয়মের আওতায় পরিচালিত হচ্ছে কাউন্সিল ৷
তারা এই সিষ্টেমের বিরোধীতা করে বলেন, জনসাধারন ইয়েস ফর মেয়র আন্দোলনে শরীক হয় এবং পরবর্তীতে রেফারেন্ডামে অংশ নেয়,এই কারনে একজন নির্বাহী মেয়র হওয়ার কারনে কমিউনিটি তথা টাওয়ার হ্যামলেটের নাগরিকদের সামগ্রিক উন্নয়ন হবে,কিন্তু বাস্তবে তা হয়ে উঠেনি ৷
একক দায়িত্বে থাকায় একদিকে ব্যয় বাড়ছে ৷
অন্যদিকে নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলারদের ক্ষমতা হ্রাস পেয়েছে৷
অন্যদিকে লিডার পদ্ধতিতে, লিডারের বার্ষিক সম্মানী ছিলো ৩০/৩৫ হাজার পাউন্ড ৷
কিন্তু বর্তমানে মেয়রের,সম্মানী হচ্ছে ৭৫০০০ হাজার।
এবং সাথে রয়েছে পলিটিক্যাল এডভাইজারদের বিশাল বেতন ৷
অন্যদিকেজনগনের ক্ষমতা তাদের কাছে ফিরিয়ে দিতে হলে পূর্বের কাউন্সিল লিডারশীপ ফিরিয়ে আনার জন্য আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলার এবং ডেপুটি লিডার আলাউদ্দিন,সানু মিয়া, সাবেক মেয়র খালিছ উদ্দিন আহমদ,নাসির উদ্দিন,সাবেক চার বারের কাউন্সিল লিডার হেলাল উদ্দিন আব্বাস সাবেক কাউন্সিলার আমিনুর খান,
সাবেক কাউন্সিলার সেলিম উল্লাহ,ডেবি সিমন,জুনায়েদ আহমদ সুন্দর লতিফ খান,ফারুকআলী ।
সভার প্রস্তাবনায় বলা হয়,প্রাথমিক প্রদক্ষেপ হিসেবে শুরুতে বারার ১৫ হাজার বাসিন্দারের দস্তখতের প্রয়োজন পড়বে এবং কাউন্সিলের কাউন্সিলারদের কাছ থেকে মোশন পাশ করিয়ে আনতে হবে।