লন্ডন সফররত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল কে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
আজ স্পীকার এর আমন্ত্রণে কাউন্সিল অফিসে আসেন শফিউল আলম চৌধুরী নাদেল।
এসময় স্পীকার ও তাঁর অফিসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান ।
সংবর্ধনা অনুষ্টানে স্পীকার বলেন, আজ আমি
আনন্দিত এমন একজন মানুষকে সংবর্ধিত করছি যিনি বাংলাদেশের ক্রিকেট কে নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশ টিম বর্তমানে বিশ্বকাপ খেলতে যুক্তরাজ্যে অবস্থান করছে।
শফিউল আলম নাদেল বলেন, আমি কাউন্সিলের স্পীকার সহ সকলের কাছে কৃতজ্ঞ আমাকে সম্মানিত করে পুরো সিলেট বাসীকে সম্মানিত করার জন্য। তিনি বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন, সহ সভাপতি সৈয়দ আজিজুর রহমান শামীম, যুগ্ম সম্পাদক জামাল খাঁন, জুবায়ের আহমদ, লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, লন্ডন আওয়ামী লীগের ইমিগ্রেশন সম্পাদক দিলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ শাহ সেলিম, আওয়ামী লীগ নেতা সৈয়দ গোলাব আলী, গোলাম আযম তালুকদার , মজুমদার মিয়া, ফারুক উদ্দিন আহমদ,সাংবাদিক আদিল চৌধুরী, ফজলুর রহমান ফজলু প্রমূখ।
অনুস্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক বিশিষ্ট কমিউনিটি নেতা শায়েক আহমদ।