টাওয়ার হ্যামলেটস : চলতি বছরই চালু হবে নতুন টাউন হল তবে সংস্কার কাজের সর্বমোট ব্যয় এখনো অজানা

ব্রিটবাংলা ডেস্ক : চলতি বছরের ভেতরেই হোয়াইটচ্যাপল রোডে পুরনো রয়েল লন্ডন হাসপাতাল ভবনে স্থানান্তর করা হবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের টাউন হল। রয়েল লন্ডন হাসপাতালের জন্যে ১৭৫৭ সালে নির্মিত গ্রেড ২ তালিকাভুক্ত ভবনটি সংস্কার করে কাউন্সিল এবং জনগণের ব্যবহারের জন্যে তৈরি করা হচ্ছে। তবে সংস্কার শেষ করতে সর্বমোট কত অর্থ ব্যয় হয়েছে বা হবে তা নিশ্চিত করতে পারছে না কাউন্সিল। ইস্ট লন্ডন এডভার্টাইজে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করেও সংস্কার ব্যয়ের সঠিক সংখ্যা জানা যায়নি। ফ্রিডম অব ইনফরমেশনের এক অনুরোধের জবাবে কাউন্সিল থেকে বলা হয়েছে, নির্মাণ কোম্পানীর সঙ্গে আলোচনা হচ্ছে কিন্তু বিষয়টি বাণিজ্যিকভাবে স্পর্শকাতর বলে কাউন্সিল সর্বমোট ব্যয়ের পরিমান দেয়নি।


টাউন হলের প্রজেক্ট ডাইরেক্টর ইয়াসমিন আলী ইস্ট লন্ডন এডভার্টাইজারকে জানিয়েছেন, পুরো প্রজেক্টের বাজেট ধরা হয়েছিল ১শ ২৩ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে ১শ ৯ মিলিয়ন পাউন্ড উন্নয়ন কাজে ব্যয় হয়েছে। তবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মূখপাত্র জানিয়েছেন, ২০১৯ সালে নতুন টাউন হলের কাজ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১শ ১৪ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। তিনি আরো বলেছেন, নির্মাণ সামগ্রির মূল্য বৃদ্ধি, করোনার প্রভাব এবং গ্রেড ২ তালিকাভুক্ত বিল্ডিংকে কমিউনিটির মানুষের ব্যবহার উপযুক্ত করতে গিয়ে এর সংস্কার কাজের ব্যয় কিছুটা বেড়েছে। সংস্কাজ কাজ শেষ করে চলতি বছরের ভেতরে পুরনো রয়েল লন্ডন হাসপাতালকে টাউন হলে রূপান্তরিত করতে নির্মাণ কোম্পানীর সঙ্গে বর্তমানে চুড়ান্ত হিসাব কষা হচ্ছে বলেও জানান তিনি।
বর্তমানে যে পরিমান ব্যয় হয়েছে তাতেও টাউন হল এখানে স্থানান্তরিত হলে বছরে অন্তত ১ মিলিয়ন পাউন্ড সঞ্চয় হবে বলেও জানান কাউন্সিলের মূখপাত্র। বর্তমান টাউন হলের জন্যে কাউন্সিলকে বছরে ৫ মিলিয়ন পাউন্ড ভাড়া গুণতে হয়। কাউন্সিল আশা করছে চলতি বছরের ভেতরেই সব কাজ শেষে নতুন টাউন হল চালু হবে।

Advertisement