টিকাটুলির সুইপার কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ব্রিট বাংলা ডেস্ক :: রাজধানীর টিকাটুলি এলাকার সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে কলোনিতে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ হবে।

Advertisement