শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড নিজের দখলে নিয়ে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে ১০৬ উইকেট নিয়ে বিশ্বকাপ খেলতে নামেন সাকিব।বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের রিচি বেরিংটনের উইকেট নিয়ে মালিঙ্গার পাশে বসেন সাকিব। এরপর মাইকেল লিস্ক-এর উইকেট নিয়ে টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেয়ার বিশ্ব রেকর্ড গড়েন সাকিবআন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৮তম উইকেটের দেখা পেতে সাকিব খেলেছেন ৮৯ ম্যাচ। অন্যদিকে মালিঙ্গা ১০৭ উইকেট নিতে খেলেছেন ৮৩ ম্যাচ। তালিকার তিনে আছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি (৯৯ উইকেট)।চারে থাকা পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির নামের পাশে আছে ৯৮ উইকেট। এরপরের স্থানগুলোতে আছেন যথাক্রমে- রশিদ খান (৯৫), উমর গুল (৮৫), সাঈদ আজমল (৮৫) এবং মোস্তাফিজুর রহমান (৭৬)।
টি-টুয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারী এখন সাকিব
Advertisement