টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও সাকিবকে পেছনে ফেলতে পারেনি কেউ!

ব্রিট বাংলা ডেস্ক :: নিষেধাজ্ঞা থেকে ফিরেই ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের সিংহাসন ফিরে পান সাকিব আল হাসান। গত বছরের ২৯শে অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার আগেও ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষে ছিলেন তিনি। আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও ফিরেছেন টাইগার অলরাউন্ডার। আগের মতোই দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।

আজ বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ২৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সেরা অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয়। শীর্ষে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৯৪। নিষিদ্ধ হওয়ার আগে সাকিবের রেটিং পয়েন্ট ছিল ৩৫৫। বোলারদের তালিকায় সাকিব আছেন ২০তম অবস্থানে। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তার অবস্থানই সবচেয়ে ভালো। ব্যাটসম্যানদের মধ্যে সাকিব ৪৯তম।

তার আগে আছেন লিটন দাস (২১), মাহমুদউল্লাহ রিয়াদ (যৌথভাবে ২৯), নাঈম শেখ (৪১) ও সৌম্য সরকার (৪২)।

Advertisement