টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ ইয়াবা কারবারি নিহত

ব্রিট বাংলা ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ ২ ইয়াবা কারবারি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান। তিনি জানান, টেকনাফে বিজিবির অভিযানে ১০ কোটি ৮০ লাখ টাকা মূল্যমানের তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। এসময় গোলাগুলিতে দুজন ইয়াবা কারবারির মৃত্যু হয়। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি। পরিচয় নিশ্চিতের পর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। বিজিবি জানিয়েছে, দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Advertisement