ব্রিটবাংলা ডেস্ক : পার্টির ভেতরে ইসলামোফোবিয়া এবং বর্ণবাদ এবং ধর্মান্ধতা বা গোঁড়ামির বিরুদ্ধে তদন্ত করতে কনজারভেটিভ পার্টিকে আহ্বান জানিয়েছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেইন।
কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান ব্রান্ডন লুইসের কাছে এক খোলা চিঠিতে এই আহ্বান জানিয়েছেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেইনের সেক্রেটারী জেনারেল হারুন খান।
চিঠিতে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে কনজারভেটিভ পার্টির ভেতরে ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে তদন্ত করার পাশাপাশি দলের ভেতরে বর্ণবাদ এবং ধর্মান্ধ বা গোঁড়ামীকে জায়গা না দিতে আহ্বান জানান হারুন খান।
এছাড়াও চিঠিতে বলা হয়েছে, গত এপ্রিলে প্রায় প্রতি সপ্তাহে একটি করে ইসলাম বিদ্বেষী ঘটনা ঘটেছে। বর্ণবাদী নেতাদের টুইটের মাধ্যমেও এমনটি হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
২০১৬ সালের লন্ডন মেয়র নির্বাচনী ক্যাম্পেইনে লেবার প্রার্থী সাদিক খানের বিরুদ্ধে টোরি প্রার্থী জ্যাক গোল্ডস্মীথের উদ্দেশ্য প্রণোদিত ইসলাম বিদ্বেষী ক্যাম্পেইনের কথা চিঠিতে বিশেষভাবে উল্লেখ করে, এর বিরুদ্ধে কনজারভেটিভ পার্টি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে হতাশা প্রকাশ করেন মুসলিম কাউন্সিল অব ব্রিটেইনের সেক্রেটারী জেনারেল হারুন খান।
ইউকের সব রাজনৈতিক দলকে, তাদের নীতি অনুযায়ী যে কোনো ধরনের বর্ণবাদ বা ধর্মীয় গোঁড়ামি থেকে দূরে থাকার জন্যে আহ্বান জানান তিনি।
এদি্কে মুসলিম কাউন্সিল অব ব্রিটেইনের এই চিঠির সঙ্গে সূর মিলিয়ে কথা বলেছেন টোরির সাবেক কেবিনেট মিনিষ্টার ব্যারোনেস ওয়ার্সি। তিনি বলেন, কনজারভেটিভ পার্টির ভেতরে এধরনের একটি স্বাধীন রিভিউ হয়নি অনেক দিন ধরে।
চলতি বছরের প্রথম দিকে এমপিদের সামনে ইউকেতে ইসলামোফোবিয়া বৃদ্ধির ঘটনাটি উত্থাপন করেন তিনি। তারো প্রায় দুই বছর আগে চিঠি দিয়ে ইসলাম বিরোধী একটি মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ব্যারোনেস ওয়ার্সি।
এদিকে কনজারভেটিভ পার্টির একজন মূখপাত্র বলেছেন, বর্ণবাদ বা ইসলাম বিদ্বেষী যে কোনো ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় পার্টির ভেতরে। এর অংশ হিসেবে বহিস্কার এবং তদন্ত করা হয় পার্টি
The Conservative Party has been urged to launch an independent inquiry into Islamophobia to make sure “racists and bigots have no place in the party”.